একাদশ জাতীয় সংসদে ডিজেলের বর্ধিত দাম প্রত্যাহারের বা বিকল্প ব্যবস্থার দাবি ওঠেছে। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ দাম বৃদ্ধির প্রতিবাদসহ এ দাবি জানায় জাতীয় পার্টির দুই এমপি। এ বিষয়ে তারা সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন। রোববার বিকালে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপত্বিতে সংসদ অধিবেশন শুরু হয়।
ডিজেলের মূল্য বৃদ্ধির সমালোচনা করে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই ২৩ শতাংশ দাম বাড়ানো হয়েছে। গত কয়েক বছরে একসঙ্গে এত দাম বাড়ানো হয়নি। তিনি জানান, ডিজেলের দাম বাড়ার পর বাসে যাত্রীভাড়া ২৭ শতাংশ ও নৌযানের ভাড়া ৩৭ শতাংশ বাড়ানো হয়েছে। এটা তেলের মূল্য বৃদ্ধির তুলনায় অনেক বেশি। চুন্নুর দাবি- বাজার নিয়ন্ত্রণে নেই, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে তেলের দাম বাড়ানোর কারণে অন্যান্য পণ্যের মূল্য আরো বৃদ্ধি হচ্ছে। তাই জনগণের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি বিবেচনায় তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার বা বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণের দাবি জানান। জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজী বলেন, ডিজেলের মূল্য বৃদ্ধির পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। জনস্বার্থে এ বিষয়ে প্রধানমন্ত্রীসহ কেবিনেটের নতুনভাবে চিন্তা করা উচিত, পুনর্বিবেচনা করতে হবে। হয় মূল্য কমানো, না হয় ভর্তুকির ব্যবস্থা করার দাবি জানান তিনি।
এমকে