ভীষণ শান্তি পেলেন ওমর সানি

১৪ নভেম্বর ২০২১

দুটি ছবি ফেসবুকে পোস্ট করে নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানি লিখেছেন, 'সোনারগাঁও যেতেই মনে হল আমাদের অভিনেত্রী দিতি আপার কবর নিকটে, মিস করলাম না চলে গেলাম শ্রদ্ধা জানাতে।

আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। ওখানে গিয়ে ভীষণ শান্তি পেলাম।'

দেশীয় চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়িকা পারভীন সুলতানা দিতি ২০১৬ সালের ২০ মার্চ মস্তিষ্কে ক্যান্সারজনিত কারণে পৃথিবী থেকে বিদায় নেন।


মন্তব্য
জেলার খবর