বহুদিন ভালোবাসাহীন শাওন 

১৫ নভেম্বর ২০২১

 মেহের আফরোজ শাওন হুমায়ূন আহমেদের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আবেগস্পর্শী পোস্ট দিয়েছেন।

মহাদেব সাহার একটি কবিতা লিখে দুজনের ছবিসহ পোস্ট করলেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। 

বহুদিন ভালোবাসাহীন
বহুদিন উথাল পাথাল
বহুদিন কারো হাত পড়েনি কপালে
বহুদিন দু'চোখের অশ্রু কেউ মোছায়নি আর
বহুদিন দূর দ্বীপে
বহুদিন একা নির্বাসনে…

এই যে লোক… শুভ জন্মদিন…


মন্তব্য
জেলার খবর