বিশ্বাসঘাতকতা মানতে নারাজ দীপিকা

২৩ ফেব্রুয়ারী ২০২২

বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোন। অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষের দিকেই তার অবস্থান। সম্প্রতি তার ‘গেঁহরাইয়া’ ছীবটি মুক্তি পেয়েছে।

 

এ নিয়ে যেন আলোচনা থামতেই চাইছে না। এরমধ্যে অভিনেত্রী বলে দিলেন, ছবিটি করতে তার ভালো লেগেছে। চরিত্রটিতে অভিনয় উপভোগও করেছেন। কিন্তু বাস্তব জীবনে সম্পর্কে বিশ্বাসঘাতকতা তিনি একেবারেই মানতে নারাজ।

 

দীপিকার বলেন, সম্পর্কের আসল ভিত্তি বিশ্বস্ততা। আর সেটাই যদি না থাকে, তাহলে আর সম্পর্কের মানে কী? বিশ্বাসঘাতকতার কারণে অতীতে যে তার সম্পর্ক ভেঙেছে তাও উল্লেখ করেছেন।

 

দীপিকা বলেন, বিশ্বাস ভাঙার পর থেকে সম্পর্ক তৈরিতে ভীতি হয় তার। তবে সেই বিশ্বাসই গড়ে তোলেন রণবীর সিং।


মন্তব্য
জেলার খবর