শক্তিশালী না হলে পরিস্থিতির উন্নতি হবে মঙ্গলবার

১৫ নভেম্বর ২০২১

 

আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপ আগের অবস্থানে থাকলেও আরো ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এটা শক্তিশালী না হয়, তবে বর্তমান পরিস্থিতির উন্নতি হতে পারে মঙ্গলবার। লঘুচাপটির প্রভাবে কোথাও কোথাও আকাশ সারাদিনই মেঘলা রয়েছে। আর রাজশাহী ও রংপুর ছাড়া সব বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়েছে, আরো হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে কেবল উত্তরাঞ্চলে। সোমবার গণমাধ্যমকে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, লঘুচাপটির বধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে চাঁদপুরে, ২০ মিলিমিটার। আর সামান্য বৃষ্টিপাত হয়েছে  বরিশাল ও ভোলায়।

এমকে


মন্তব্য
জেলার খবর