ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতা নিয়ে উৎকণ্ঠায় রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি আওয়ামী লীগ জানে। তাদের বলা হয়েছে যেন বিষয়গুলো নিয়ন্ত্রণে রাখে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কে এম নূরুল হুদা। সোমবার রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রেস ব্রিফিং করেন তিনি।
সিইসি বলেন, এ নিয়ে তাদের (আওয়ামী লীগের) সঙ্গে আলাদা বৈঠক হয়নি। কিন্তু বার্তা দেয়া হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতে শুরু করেছে। আর অস্ত্রের ব্যবহারের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। দলীয় লোকজন বঞ্চিত থাকায় এ সহিংসতা হতে পারে, জানান সিইসি। এর আগে লিখিত বক্তব্যে সিইসি বলেন, হতাহতের ঘটনার পেছনে ছিল আধিপত্য বিস্তার, বংশীয় প্রভাব ও ব্যক্তিগত শত্রুতা।
সিইসি বলেন, ইতোমধ্যে দুই ধাপের নির্বাচন সম্পন্ন হয়েছে। এরপর একাধিক ধাপে নির্বাচন হবে, সেগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেয়া হয়েছে।
এমকে