পর্যবেক্ষণ শুরু করেছে ইইউ

১৫ নভেম্বর ২০২১

বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন প্রক্রিয়া ইতোমধ্যেই গভীরভাবে পর্যবেক্ষণ শুরু করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। নির্বাচনে হস্তক্ষেপের আগ্রহ না থাকলেও বাংলাদেশের বিষয়ে প্রচুর আগ্রহ থাকা পর্যবেক্ষণ শুরুর কারণ। সোমবার রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘ডিক্যাব টকে’ অনুষ্ঠানে এসব তথ্য জানান ইইউ রাষ্ট্রদূত চার্লস হুইটলি। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ছিল আয়োজক। দেশে সংসদ নির্বাচন হতে এখনো বাকি আছে দুই বছর।

ইইউ রাষ্ট্রদূত বলেন, নির্বাচন একটি ঘটনা নয়। এটি একটি প্রক্রিয়া। দুই বছরের মধ্যে নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে বলেই মনে করনে তিনি।  এ সময় বাংলাদেশকে এ অঞ্চলের একটি অর্থনৈতিক শক্তি হিসেবে অভিহিত করেন চার্লস হুইটলি।

এমকে

 


মন্তব্য
জেলার খবর