সম্মানহানির চেষ্টা হচ্ছে: শিল্পা

১৫ নভেম্বর ২০২১

বলিউড কুইন শিল্পা শেঠি এক বিবৃতিতে বলেন, সম্মানহানি করার জন্য প্রতারণার মামলা করা হয়েছে। আমি গত ২৮ বছর ধরে পরিশ্রম করে চলেছি। কষ্ট হয় যখন দেখি, নানা ছুতায় আমার সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে।

শিল্পা বলেন, ঘুম থেকে উঠেই শুনলাম আমার ও রাজ কুন্দ্রার নামে মামলা হয়েছে। আমি প্রায় ৩ দশক ধরে বলিউডে কাজ করছি। এ পর্যায়ে এসে নানা ছুতায় আমার সম্মানহানি করার চেষ্টা মানতে পারছি না। ভারতীয়দের উচিত— এসব প্রতিক্রিয়ার প্রতিবাদ জানানো।

বলিউড লাইফ


মন্তব্য
জেলার খবর