প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক মারা গেছেন। ইন্না লিল্লাহি অ ইন্ন ইলাইহি রাজিউন। লেখক রাজশাহীর নিজ বাসভবনে সোমবার রাত সোয়া ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বার্ধক্য জনিত নানা সমস্যায় ভুগছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মলয় ভৌমিক এ খবর নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেকে বরেণ্য এই কথা সাহিত্যিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
উপমহাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিকের জানাজা আগামীকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হবে৷ জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের কবরস্থানে তাকে সমাহিত করা হবে৷
আরআই