মন্তব্য
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) মূল্য সূচকের সামান্য পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। আগের দিনের তুলনায় কমেছে লেনদেন, পরিমাণে ২৩২ কোটি ১১ লাখ টাকা। ৩৫ কার্যদিবসের মধ্যে লেনদেন এক হাজার কোটি টাকার নিচে নেমে গেছে এদিন। আর দর বেড়েছে সিংহভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের।
লেনদেনে অংশ নেওয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত থাকে বাকি ৪৯টির। লেনদেন হয় ৯০৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এর আগে গত ২ জানুয়ারি লেনদেন হয়েছিল ৮৯৪ কোটি ১৭ লাখ টাকা। মঙ্গলবার তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ৮, ডিএস-৩০ ৯ পয়েন্ট ও ডিএসইএস ৩ পয়েন্ট কমেছে।
এমকে