সারাদেশে সোমবার পর্যন্ত প্রথম ও শেষ মিলে ৮ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৬৩৩ ডোজ করোনা প্রতিরোধী টিকা দেয়া হয়েছে। এসব টিকা অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার। এখনো সোয়া ২ কোটি টিকা মজুত আছে। এদিকে মঙ্গলবার (১৬ নভেম্বর) থেকে বস্তিতে বসবাসরত মানুষকে টিকা দেয়া শুরু হচ্ছে। টিকাদানের তথ্য মিলেছে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে ও বস্তিবাসীকে টিকা দেয়ার তথ্য স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন সোমবার।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেবল সোমবারই ৫ লাখ ৩ হাজার ৩২৭ ডোজ করোনা টিকা দেয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ ২ লাখ ৬২ হাজার ৩০৩ জনকে এবং দ্বিতীয় ডোজ ২ লাখ ৪১ হাজার ২৪ জনকে দেয়া হয়েছে। আর এখন পর্যন্ত প্রথম ডোজ ৫ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৪২৫ জনকে এবং দ্বিতীয় ডোজ ৩ কোটি ৩৪ লাখ ৬ হাজার ২০৮ জনকে দেয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ১১ কোটির কিছুটা বেশি । আর টিকা পেতে নিবন্ধন করেছেন ৬ কোটি ৬৭ লাখ ৮৯ হাজার ৬৪২ জন।
অন্যদিকে, সোমবার রাজধানী ঢাকার মহাখালীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, বস্তিতে টিকাদান কার্যক্রম শুরু হবে মহাখালীর কড়াইল থেকে। পর্যায়ক্রমে দেশের সব বস্তিতে টিকা দেয়া হয়। সিনোফার্মের টিকা পাবেন তারা। নিবন্ধনের মাধ্যমেই তাদের টিকা দেয়া হবে। স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থাও থাকবে। বিসিপিএস মিলনায়তনে টিকা বহনের জন্য ফ্রিজার ভ্যান হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠান হয়।
এমকে