লেনদেন বেড়েছে প্রায় ৩১০ কোটি টাকা

১৬ নভেম্বর ২০২১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার দিন শেষে লেনদেন বেড়েছে ৩০৯ কোটি ৯৯ লাখ টাকা। সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর কমলেও সামন্য উত্থান দেখে গেছে সূচকে। ৩৭৩টি কোম্পানির মধ্যে  দর বেড়েছে ১১৫টির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত থাকে  বাকি ৩১টির।

লেনদেন হয় এক হাজার ৪২১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ১১১ কোটি ৩৫ লাখ টাকার। সোমবার ডিএসইএক্স সূচক ১১ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৯৪১ দশমিক ৩৬ পয়েন্টে,  ডিএসইএস সূচক শূন্য দশমিক শূন্য সাত পয়েন্ট বেড়ে এক হাজার ৪৬৫ দশমিক শূন্য চার পয়েন্টে ও ডিএস৩০ সূচক তিন দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দুই হাজার ৬৫৯ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়ায়।

লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে বেক্সিমকো ও দর বৃদ্ধিতে একমি পেস্টিসাইডস লিমিটেড শীর্ষে ওঠে আসে। লেনদেন হয় ১৯৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার, দর বৃদ্ধি পায় ১০ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর