মন্তব্য
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতাধীন ফায়ার ফাইটার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি ফায়ার সার্ভিসের ওয়েবসাইটে এ সূচি প্রকাশ করা হয়।
ফায়ার ফাইটার পদে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ৩৮-৪৬, কাজী আলাউদ্দীন রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।
মৌখিক পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের করোনা–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরতে হবে।
আরআই