প্রধানমন্ত্রীর স্বামীর সমাধিতে নবনির্বাচিত আট চেয়ারম্যানের শ্রদ্ধা

১৬ নভেম্বর ২০২১

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

সমাধিতে পুস্তস্তবক অর্পণের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ও বিশিষ্ট পরামাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়াকে শ্রদ্ধা নিবেদেন করেছেন রংপুরের পীরগঞ্জের নবনির্বাচিত আট ইউপি (ইউনিয়ন পরিষদ) চেয়ারম্যান। তার আগে মঙ্গলবার দুপুরে ফতেপুর গ্রামে তাঁর সমাধিতে যান তারা। তারা আওয়ামী লীগ দলীয় মনোনীতি প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

এ আট চেয়ারম্যান হলেন- চৈত্রকোলের শাহ আরিফুর রহমান, ভেন্ডাবাড়ির সাদেকুল ইসলাম, কুমেদপুরের সাংবাদিক আমিনুল ইসলাম, টুকুরিয়ার আতোয়ার রহমান, শানের হাটের মেজবাউর রহমান, পাঁচগাছির বাবলু মিয়া, চতরার শাহিন মিয়া এবং কাবিলপুরের রবিউল ইসলাম রবি।

 

আব্দুল হাকিম ডালিম/এমকে

 


মন্তব্য
জেলার খবর