৮শ’ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

১৬ নভেম্বর ২০২১

কামরুজ্জামান শাহীন,ভোলা:

ভোলার চরফ্যাশনে ৮’শ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের সঙ্গেই আরেক নারীকে আটক করা হয়। সোমবার রাতে পৌরসভার ৫ নং ওয়ার্ডের জনৈক হাসনাইনের দোতালা বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-  উপজেলার কারিকর কান্দির এলাকার মোহাম্মদ আলীর ছেলে লিটন (৩৫), তার স্ত্রী বিবি রহিমা (২৮) ও চরফ্যাশন পৌরসভা ৬ নং ওয়ার্ডের আ. মালেকের কন্যা  সালেহ বেগম (৩৫)।

লিটন আন্তঃজেলা মাদক কারবারীর সক্রিয় সদস্য ও মাদকের পাইকারি ব্যবসায়ী, রহিমা ও সালেহা তার সহযোগি বলে জানিয়েছে পুলিশ। চরফ্যাশন থানার ওসি মো. মনিরুল ইসলাম মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা  হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর