জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের দৈহিক নিরাপত্তা দেবে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)। একই ধরণের নিরাপত্তা দেবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সরকার ঘোষিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের। এমন বিধান রেখে বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) বিল-২০২১ জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে। একদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে মঙ্গলবার বিলটি পাসের প্রস্তাব করেন সংসদের কাজে প্রধানমন্ত্রী কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গত ৩ সেপ্টেম্বর প্রস্তাবিত বিলটি সংসদে উত্থাপন করা হয়।
বিলটি পাসের আগে এসএসএফ এর কার্যক্রম পরিচালিত হয় ১৯৮৬ সালের একটি অধ্যাদেশ দিয়ে। বাংলায় এ বিলের মাধ্যমে সামরিক আমলে প্রণীত আইনটি বাতিল হলো।
বিলে বঙ্গবন্ধু পরিবারের সদস্য বলতে তাঁর দুই কন্যা এবং তাঁদের সন্তানাদি, ক্ষেত্রমতো সন্তানাদির স্বামী বা স্ত্রী ও তাদের সন্তানাদির কথা উল্লেখ করা হয়েছে। সরকারিভাবে ঘোষিত গুরুত্বপূর্ণ ব্যক্তির পাশাপাশি বিদেশি রাষ্ট্রের রাষ্ট্র ও সরকার প্রধানদের কথাও উল্লেখ করা হয়েছে। বঙ্গবন্ধুর পরিবার ও এসব গুরুত্বপূর্ণ ব্যক্তির দৈহিক নিরাপত্তা বিষয়টিই কেবল এ বিলে নতুন করে যুক্ত হয়েছে। তাছাড়া আগের বিষয়গুলো রাখা হয়েছে।
বিল অনুযায়ী, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও তত্বাবধানে থাকবে এসএসএফ। থানার ওসির মতোই তল্লাশি, আটক ও গ্রেফতারের ক্ষেত্রে এসএসএফের একজন কর্মকর্তার এ আইনের অধীনে সারা দেশে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা যেখানেই অবস্থান করুন না কেন এসএসএফ তাদের দৈহিক নিরাপত্তা দেবে।
এমকে