বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রচন্ড অসুস্থ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, তার অসুস্থতার বিষয়টি বলে বোঝানো যাবে না। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিতে সরকারের কাছে দাবি জানান। মঙ্গলবার খালেদা জিয়ার সুস্থতার জন্য আয়োজিত দোয়া মাহফিলে দাবিসহ এসব কথা বলেন। রাজধানী ঢাকার নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল হয়।
মির্জা ফখরুলের ভাষ্যানুযায়ী, খালেদা জিয়ার যে ধরনের চিকিৎসা প্রয়োজন তা দেশে নেই। আর এ জন্য তাঁকে বিদেশে নিতে হবে। কিন্তু সেই সুযোগ দিচ্ছে না সরকার। তাঁর কিছু হলে দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে সরকারকে সতর্ক করেন মির্জা ফখরুল। জানান, সোমবার প্রথম সিসিইউতে বেড থেকে চেয়ারে বসেছেন খালেদা জিয়া। অত্যন্ত দুর্বল অবস্থায় আছেন তিনি। মির্জা ফখরুল বলেন, রাজনীতি থেকে দূরে রাখতে মিথ্যা মামলা সাজিয়ে কেন্দ্রীয় কারাগারের একটা পরিত্যক্ত কক্ষে খালেদা জিয়াকে অন্তরীণ করে রাখা হয় আড়াই বছর। এ সময়ে তাঁকে কোনো চিকিৎসা দেয়া হয়নি। শেষ পর্যন্ত জনচাপে তাঁকে পিজি হাসপাতালে আনা হয়। আর করোনাকালে ভয়ে তাঁকে বাসায় যাওয়ার অনুমতি দেয়া হয়।
এমকে