ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে নৌ কর্মকর্তা নিহত

২৩ ফেব্রুয়ারী ২০২২

বাগেরহাট প্রতিনিধি : 

বাগেরহাটে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নৌবাহিনীর একজন সাব-লেফটেন্যান্ট  নিহত হয়েছেন ৷ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে চুলকাঠি এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে ৷ মারা যাওয়া সাব-লেফটেন্যান্টের নাম ফিরোজ আহম্মেদ  (৪৫), তিনি মোংলায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুর বলে জানা গেছে ৷

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনার দিক থেকে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন ফিরোজ আহম্মেদ। ঘটনাস্থলে বেপরোয়া গতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কাটাখালি হাইওয়ে থানা পুলিশ মরদেহ থানায় নিয়ে গেছে ৷  এ ঘটনায় ট্রাকটি (ঢাকা মেট্রো-ড-১১-৪২০০) আটক করেছে পুলিশ। ফিরোজ আহম্মেদ মোংলায় যাচ্ছিলেন বলে জানা গেছে।

অমিত পাল/এমকে

 


মন্তব্য
জেলার খবর