ক্রয় চাপে বড় লাফ সূচকে

১৭ নভেম্বর ২০২১

মার্জিন ঋণ সুবিধা বাড়ানোয় বিনিয়োগ বাড়ছে পুঁজিবাজারে। শেয়ার কেনায় আগ্রহী হয়েছেন বিনিয়োগকারীরা। ‘ক্রয় চাপের’কারণে সূচকের বড় উত্থান হয়েছে। টাকার অঙ্কেও লেনদেন কিছুটা বেড়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মঙ্গলবারের কার্যক্রম পর্যবেক্ষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স এক দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। বিক্রেতাদের চেয়ে বেশি সক্রিয় ছিলেন ক্রেতারা। শেয়ার কেনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহের প্রভাবে ১৯টির মধ্যে ১০টি খাতের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এতে শেয়ার লেনদেন ও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে যথাক্রমে ২০ দশমিক ২ ও ৪ দশমিক ৯৬ শতাংশ।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতে শেয়ারে ‘ক্রয় চাপ’ এর সঙ্গে ব্যাংক ও ট্যানারি খাতে ‘বিক্রয় চাপ’ও ছিল। লেনদেন হয়েছে এক হাজার ৪৯১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডে। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ৪২১ কোটি ৩৪ লাখ টাকার। মঙ্গলবার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রাখে ব্যাংক খাত, একটি ছাড়া বাকি ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পায়। শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৯টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত থাকে বাকি ২৭টির।

এমকে


মন্তব্য
জেলার খবর