বাংলাদেশসহ নিম্ন-মধ্যম আয়ের ৯৫টি দেশকে নিজেদের তৈরি করোনাভাইরাসের ওষুধ প্রস্তুতের অনুমতি দেবে মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার। আন্তর্জাতিক পাবলিক হেলথ গ্রুপ মেডিসিনস প্যাটেন্ট পুল (এমপিপি) এর সঙ্গে ভলান্টারি লাইসেন্সিং চুক্তির আওতায় এ অনুমোদন দেয়া হবে। মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে ফাইজার। এসব দেশে বিশ্বের মোট জনসংখ্যার ৫৩ শতাংশ মানুষ বাস করে।
ফাইজার বলছে, তাদের তৈরি করোনার ওষুধ করোনা রোগীদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হার ৮৯ শতাংশ কমাতে সক্ষম। ক্লিনিক্যাল পরীক্ষায় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটা দেখা গেছে। ওষুধটি রিটোনাভিরের সঙ্গে ব্যবহার হয়।
ফাইজার জানায়, এ চুক্তির আওতায় সাব-লাইসেন্স নিয়ে পিএফ-০৭৩২১৩৩২ এর নিজস্ব সংস্করণ তৈরি করতে পারবে ওষুধ প্রস্তুতকারকরা। এসব ওষুধ নিজেদের ব্র্যান্ড নাম প্যাক্সোলোভিড নামে বিক্রি করবে তারা। তাদের করোনাভাইরাসের টিকা সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে।
কোম্পানিটি বলছে, তাদের করোনার ওষুধের চাহিদা বেশি হবে। আগামী মাসে তারা এক লাখ ৮০ হাজার কোর্স ওষুধ তৈরি করতে পারবে। ২০২২ সাল নাগাদ প্রস্তুত হবে অন্তত ৫ কোটি কোর্স ।
এমকে