দেশে গত ২৪ ঘন্টায় করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা তার আগের ২৪ ঘণ্টার তুলনায় বেড়েছে- শনাক্ত হয়েছেন ২৬৬ জন, মারা গেছেন ৬ জন। আর আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল যথাক্রমে ২১৩ জন ও ২ জন। স্বাস্থ্য অধিদফতরের বুধবার ও মঙ্গলবারের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৩৪ জন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৭ হাজার ২২৪ জন। এক কোটি ৬ লাখ ৫৩ হাজার ৯২৪টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৭৭।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৭ জন। ১ দশমিক ৩৫ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা সংগৃহিত হয়েছে ১৯ হাজার ৬৪৮টি, অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৬৭০টি। মারা যাওয়াদের মধ্যে ২ জন পুরুষ এবং নারী ৪ জন। বিভাগের মধ্যে ঢাকায় ২ জন, রাজশাহীতে ১ জন এবং সিলেটে ৩ জন রয়েছেন।
এমকে