ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা আছে সরকারের

১৭ নভেম্বর ২০২১

দেশে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর ভাষ্যমতে, করোনাসহ বিভিন্ন ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন উৎপাদনের লক্ষে ইনস্টিটিউটটি প্রতিষ্ঠা হবে। ভ্যাকসিন নীতিমালা প্রণয়নের পরিকল্পনাও আছে সরকারের। একাদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে বুধবার প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান। এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করন দলীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন খান। প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

প্রধানমন্ত্রী জানান, করোনা আবির্ভাবের পর ভ্যাকসিন আবিষ্কার ও উৎপাদনের গুরুত্ব বাড়িয়েছে বিভিন্ন দেশ। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ভ্যাকসিন নিয়ে অধিকতর গবেষণা ও উৎপাদনের প্রয়োজনীয়তা আরো বেশি অনুভূত হচ্ছে। ভ্যাকসিন ইনস্টিটিউটসহ ভ্যাকসিন নীতিমালা প্রণীত হলে প্রাপ্য সুবিধার তথ্যও সংসদে তুলে ধরেন সরকারপ্রধান।

এমকে


মন্তব্য
জেলার খবর