প্রতিকার পাচ্ছেন না লাখ লাখ গ্রাহক

১৭ নভেম্বর ২০২১

প্রতিকার পাচ্ছেন না ধারাবাহিকভাবে প্রতারণার শিকার লাখ লাখ গ্রাহক। আর কার্যকর পদক্ষেপের অভাবে প্রতারণার ধারাও বন্ধ হচ্ছে না। এতে বাড়ছে প্রতারিত গ্রাহকের সংখ্যা। ই-কমার্স প্রতিষ্ঠান ও তাদের গ্রাহকদের পরিস্থিতি সম্পর্কে এমনটাই জানিয়েছে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। বুধবার এক বিবৃতিতে এ পরিস্থিতি তুলে ধরেন তিনি।

বিবৃতিতে জানানো হয়, ই-কমার্স প্রতিষ্ঠানগুলো থেকে নিজেদের মূলধন ফিরে পাচ্ছেন না প্রতারণা শিকার স্বল্প আয়ের মানুষ।  মূলধন হারিয়ে পথে বসেছে অনেক ব্যবসায়ী। ভুক্তভোগীদের অর্থ ফেরতের ক্ষেত্রে সরকারের কোনো উদ্যোগ দৃশ্যমান হচ্ছে না। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরিসহ তাদের প্রাপ্য ফিরিয়ে দিতে সরকারকে দায়িত্ব নিতে হবে। প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে প্রতারণা প্রতিরোধে প্রয়োজনীয় আইন প্রণয়নসহ ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে সরকারিভাবে প্রশাসক নিয়োগ করতে হবে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর