খামারির ওপর হামলা ও নারীর শ্লীলতাহানি

১৭ নভেম্বর ২০২১

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে রাতে নিজের বাড়িতে প্রতিপক্ষের লোকজনের হামলার শিকার হয়েছেন এক খামারি। এ সময় শ্লীলতাহানি করা হয়েছে তার বৃদ্ধ মায়ের। ভুক্তভোগীর বাড়ি থেকে নগদ ৭৬ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে হামলাকারীরা, সেই সঙ্গে প্রায় ৭শ’ মুরগির ডিম ভেঙেছে। এ ঘটনায় খামারিসহ ৪ জন আহত হয়েছেন। ব্যবসা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার এ ঘটনা ঘটে পশ্চিম দেবত্তর এলাকায়। আইনিভাবে বিচার চেয়ে নামীয় ও অজ্ঞাত মিলে ১৪-১৬ জনকে অভিযুক্ত করে বুধবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। অভিযোগ সূত্রে এসব জানা গেছে।

আহতরা হলেন-পোল্টি ফার্মের মালিক মৃনাল কান্তি (২৮), তার মা শান্তি রানী (৬০), ভাগিনা মোহন কুমার রায় (৩৪) ও পোল্টি ফার্মের কর্মী খোকন কুমার রায়। আহতদের রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে মোহন কুমার রায়ের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অভিযুক্তরা হলেন- রহিম মিয়া (৩১), হযরত আলী (৩৬), রাকিবুল ইসলাম (২৬), ইউনুছ আলী (৪৭),আরিফুল ইসলাম (২৮),আমিনুল ইসলাম (৫৩)। অভিযোগ সূত্রে জানা য়ায়, অভিযুক্তরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানে চড়ে মৃনাল কান্তির বাড়িতে এসে গালিগালাজ করে। প্রতিবাদ করলে তার ওপর হামলা চালানো হয়। পরে তাকে রক্ষায় আহত ওই ৩ জন এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয়।

রাজারহাট থানার পরিদর্শক (তদন্ত) শ্রী প্রদীপ কুমার রায় বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ.এস.লিমন/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর