গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী ও শ্বাশুড়ি আটক

১৭ নভেম্বর ২০২১

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে মুক্তা বেগম (২৫) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের সময় প্রহার করায় মুক্তা বেগমের মৃত্যু হয়েছে বলে মনে করছেন ভুক্তভোগীর প্রতিবেশিরা। বুধবার বাড়াইশাল পাড়ার আবাসনে স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

মুক্তা বেগমের স্বামীর নাম শহিদুল ইসলাম (২৮), তার শাশুড়ি হলেন তহুরা বেগম (৪৮)। শহিদুল ইসলাম পেশায় ভ্যানচালক। শহিদুল ও মুক্তা বেগম দম্পতির এক সন্তান রয়েছে। এলাকাবাসী সুত্রে জানা যায়, বুধবার সকালে মুক্তা বেগমের স্বামী তাকে প্রহার করে। এতে গুরুতর অসুস্থ হন তিনি, পরিবারের লোকজনের সহায়তায় প্রতিবেশিরা তাকে দ্রুত সৈয়দপুর সরকারি হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসায় সুস্থতা বোধ করলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। পারিবারিক কলহ দীর্ঘদিন ধরেই চলছে তাদের।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ও শ্বাশুড়িকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

মহিনুল ইসলাম সুজন/এমকে

 


মন্তব্য
জেলার খবর