বিশ্ববাজারে দাম বৃদ্ধি পাওয়ায় কেবল ডিজেলেই ভর্তুকি দিতে হয় ২৩ হাজার কোটি টাকা, আর বিদ্যুতসহ সবমিলিয়ে বছরে ভতুর্কি দিতে হয় ৫৩ হাজার কোটি টাকা। তারপরও জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে সরকার পদক্ষেপ নিচ্ছে, উৎপাদনে বাড়ানোর সব ব্যবস্থা নেয়া হয়েছে। বুধবার বিকেলে রাজধানী ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গনভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র ও ফ্রান্স সফর সম্পর্কে দেশবাসীকে জানাতেই এ সংবাদ সম্মেলন ।
শেখ হাসিনা জানান, কৃষির প্রতিটি ক্ষেত্রেই তার সরকার সহায়তা দিয়েছে। ৯০ টাকার সার কমিয়ে ১৫-১৬ টাকা করা হয়েছে, কার্ড করে দেয়া হয়েছে। ১০ টাকায় এখন অ্যাকাউন্ট খুলতে পারে কৃষক, এর মাধ্যমে ভর্তুকির টাকা সরাসরি তাদের কাছে যায়।
সরকার প্রধান বলেন, করোনার সময় বিশেষ প্রণোদনা দেয়া হয়েছে ব্যবসায়ীদের। সুদের হার কমানো হয়েছে ব্যবসা-বাণিজ্য ঠিক রাখতে। শ্রমিকদের বেতন পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কৃষক থেকে শুরু করে এমন কোনো শ্রেণি-পেশার মানুষ নেই, যাদের অর্থ দিয়ে সাহায্য করিনি-যোগ করেন শেখ হাসিনা।
এমকে