স্ট্যানলির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

১৮ নভেম্বর ২০২১

ব্রিটেনের কনজারভেটিভ পার্টির নারী এমপি মিস ক্যারোলিন নোকস ২০১০ সাল থেকে ব্রিটেনের রমসি এবং সাউদাম্পটন নর্থের এমপি হিসেবে দায়িত্বে আছেন। ২০০৩ সালের ব্ল্যাকপোলে অনুষ্ঠিত কনজারভেটিভ পার্টির সম্মেলনে তিনি একজন প্রার্থী ছিলেন।

প্রধানমন্ত্রী বরিস জনসনের বাবা স্ট্যানলি জনসনের বিরুদ্ধে ‘অস্বস্তিকরভাবে স্পর্শ করার অভিযোগ করেছেন  তিনি। ২০০৩ সালে টরি এমপিদের কনফারেন্সের সময় স্ট্যানলি জনসন তার শরীরের পিছনের অংশে বেশ জোরে চাপ দেন।

তিনি বলেন, ওই দিন আমাদের অত্যন্ত সম্মানীয় মানুষ হিসেবে যাকে জানতাম সেই স্ট্যানলি জনসন আমাদের শরীরের পিছনের অংশে খুব জোরে চাপ দেয় এবং বলে “ওহ! রমসি, তুমি একজন সুন্দর এমপি পেতে যাচ্ছো।”

 স্কাই নিউজ


মন্তব্য
জেলার খবর