চাটমোহরে ৭ চেয়ারম্যান প্রার্থীকে আ.লীগের দলীয় পদ থেকে অব্যাহতি

১৮ নভেম্বর ২০২১

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহরে ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের ৭ জনকে দলীয় সব পদ ও কার্যক্রম থেকে গঠনতন্ত্র মেনে অব্যাহতি দেয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী হিসেবে ২৮ নভেম্বর অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা। এ কারণেই তাদের অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে বহিস্কারের সুপারিশ করে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে চিঠি দেয়া হয়েছে। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য দিয়েছেন চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক। বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম।

মি. আতিক বলছিলেন, অব্যাহতি দেয়ার আগে দলীয় সিদ্ধান্ত মেনে নিতে তাদেরকে অনুরোধ করা হয়, কিন্তু তারা শোনেননি। এখন থেকে তারা দলের কেউ নন, দলের সঙ্গে তাদের সম্পৃক্ততাও নেই।

সাংবাদিকদের প্রশ্নের জবাব আতিক জানান, তাদেরকে বহিস্কার করা হয়নি, অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতি মানে- তারা আর এখন থেকে দলীয় পদবি ব্যবহার করতে পারবেন না। বহিস্কারের সিদ্ধান্ত নিতে পারেন একমাত্র আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। তরুণ এ নেতা জানান, এসব প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী কাজ করছেন, তাদের তালিকাও তৈরি হচ্ছে। খুব শিগগরিই তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন- হরিপুর ইউনিয়নের সহসভাপতি আফজাল হোসেন, মূলগ্রাম ইউনিয়নের কোষাধ্যক্ষ আলহাজ্ব শহিদুল ইসলাম, গুনাইগাছা ইউনিয়নের সহসভাপতি হাবিবুর রহমান ও সদস্য রজব আলী বাবলু, ফৈলজানা ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান, হান্ডিয়াল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড শাখার সভাপতি গোলবার হোসেন ও বিলচলন ইউনিয়নের সদস্য আকতার হোসেন।

মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুর রাজ্জাক জকি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো: শামসুজ্জোহা, জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ ও হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল ইসলাম, মূলগ্রাম ইউপি চেয়ারম্যান ও নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলাম বকুল, হরিপুর ইউপি চেয়ারম্যান ও নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মকবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মহিদুল খান


মন্তব্য
জেলার খবর