২০ নভেম্বর গণঅনশন কর্মসূচি ঘোষণা বিএনপির

১৮ নভেম্বর ২০২১

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ২০ নভেম্বর ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলায় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অনশন হবে। বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলন মির্জা ফখরুল বলেন, ঢাকায় ভেন্যুর অনুমতি না পেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করবেন তারা। এ সময় খালেদা জিয়ার জীবন রক্ষায় বিদেশে চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড জানিয়েছে- দেশে তার উন্নত চিকিৎসা সম্ভব নয়। সময়োপযোগী সঠিক ও উন্নত চিকিৎসা না পেলে এমন এক জায়গায় উপনীত হবেন খালেদা জিয়া, যখন কোনো চিকিৎসা আর কাজে আসবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ব্যারিস্টার শাজাহান উমর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আবদুস সালাম প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর