৩ নিরীহ মানুষকে হত্যার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন

১৮ নভেম্বর ২০২১

লালমনিরহাট প্রতিনিধি:

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ৩ নিরীহ মানুষ হত্যাকাণ্ড ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মানবন্ধন হয়েছে। জেলা বিএনপির উদ্যেগে বৃহস্পতিবার দুপুরে কালিগঞ্জ উপজেলার বলাইরহাট বাজারে এ মানববন্ধন হয়।

কালিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তরা বলেন, সীমান্ত এলাকায় পাখির মতো গুলি করে মানুষ হত্যা করছে বিএসএফ। আজ কৃষক তাদের নিজের জমিতে কাজ করতে যেতে ভয় পায়। সীমান্ত সংলগ্ন নদীতে আমাদের অংশে মাছ ধরতে যেতে পারে না। লাশ তারা টেনে হিঁচড়ে নিয়ে যায়। পরিবারের লোকজনকে লাশ দেয়া হয় না। তাই অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে।

বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপির সভাপতি ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল ও সীমান্তে নিহত ইদ্রিসের ভাই একরামুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

লাজু মিয়া/এমকে

 


মন্তব্য
জেলার খবর