সংসদে খালেদাকে বিদেশ পাঠানোর দাবি, গালি খেলেও আইনানুসারেই চলবেন আইনমন্ত্রী

১৮ নভেম্বর ২০২১

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি ওঠেছে এবার জাতীয় সংসদে। চলমান একাদশ জাতীয় সংসদ অধিবেশনে বৃহস্পতিবার এ দাবি জানান বিএনপি দলীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। এদিকে এ দাবির পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যত খুশি গালি দিতে পারেন, তাতে কিছুই আসে যায় না আমার। আমি আইন মোতাবেক চলবো। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ প্রসঙ্গে কথা তোলেন সিরাজ। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

বগুড়া-৬ আসনের সংসদ সদস্য সিরাজ মানবিক দিক বিবেচনায় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান।অন্যথায় সংসদ থেকে পদত্যাগেরও হুঁশিয়ারি দেন। খালেদা জিয়ার কিছু হলে এর দায়ভার আওয়ামী লীগকে বহন করতে হবে বলেও সতর্ক করেন।

আইনমন্ত্রী সংসদকে জানান, যেখানে আইনের শাসন আছে, সেখানে আমি যথেচ্ছা করতে পারি না। বিএনপি যে দাবি করছে তা আইনের বইয়ে নেই, বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দেয়ার বিধান আইনে নেই। তাঁর মতে, খালেদা জিয়াকে সঠিকভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। একজন সাজাপ্রাপ্ত আসামির ক্ষেত্রে নিষ্পত্তিকৃত আবেদন বিবেচনা করার কোনো সুযোগ ৪০১ ধারায় নেই।

এমকে

 


মন্তব্য
জেলার খবর