বিদেশি বিনিয়োগে ধস পাকিস্তানে

১৯ নভেম্বর ২০২১

পাকিস্তানে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমেছে অন্তত ১২ শতাংশ।

২০২১-২২ অর্থবছরে প্রথম চার মাসে পাকিস্তানে ৬৬ কোটি ২১ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছে বিদেশিরা, যার বেশিরভাগ অংশই গেছে বিদ্যুৎ, টেলিযোগাযোগ ও আর্থিক খাতে। অথচ গত অর্থবছরে একই সময়ে দেশটি বিদেশি বিনিয়োগ পেয়েছিল ৭৫ কোটি ডলারেরও বেশি।

চলতি বছর শুধু অক্টোবর মাসেই পাকিস্তানে ২২ কোটি ৩০ লাখ ডলারের এফডিআই ঢুকেছে, যা আগের বছর একই সময়ের তুলনায় ২৪ শতাংশ কম। গত অর্থবছরে অক্টোবরে দেশটিতে এফডিআইয়ের পরিমাণ ছিল ২৯ কোটি ৩১ লাখ ডলার।

জিও টিভি


মন্তব্য
জেলার খবর