ধর্ষককে যৌন ক্ষমতাহীন করতে আইন

১৯ নভেম্বর ২০২১

পাকিস্তানি আইনপ্রণেতারা 'সিরিয়াল ধর্ষক'দের জন্য 'রাসায়নিক খোজাকরণ' আইন প্রণয়ন করেছে।

 বেশ কয়েকটি আলোচিত ধর্ষণ এবং শিশু যৌন নির্যাতনের ঘটনার পর ক্রমবর্ধমান জনদাবির মুখে ওষুধের মাধ্যমে যৌন সক্ষমতা নিষ্ক্রিয়করণ করতে যাচ্ছে দেশটি।

রাসায়নিক খোজাকরণ হলো ওষুধ বা হরমোন চিকিৎসা যা সাময়িকভাবে যৌন সক্ষমতাকে দমন করে।

গান্ধারা 


মন্তব্য
জেলার খবর