নারী লোভী পুরুষ কখনোই সুখী হয় না : সুবাহ

১৯ নভেম্বর ২০২১

ফেসবুক স্ট্যাটাসে মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা লিখেছেন, 'একটা বাস্তব, লোভী নারী আর নারী লোভী পুরুষ কখনোই সুখী হয় না।'

তার সেই স্ট্যাটাসে নেটিজেনরা নানা ধরণের মন্তব্য করেছেন। তৌফিক খান নামে একজন জানতে চেয়েছেন, 'তুমি কোনটা?'

জবাবে সুবাহ লিখেছেন, 'আমি কোনটা তা সবাই জানে। লোভী হলে সবাই দেখতেই পারতো। আমি যেমন ছিলাম তেমনই আছি।'


মন্তব্য
জেলার খবর