মূল্যসূচকের মিশ্র প্রবণতা ও লেনদেন হ্রাসের মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর কার্যক্রম। লেনদেন কমেছে ৪৫ কোটি ৯৯ লাখ টাকা। কমেছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর। ৩৪১টি কোম্পানির মধ্যে দর কমেছে ১৫৯টির, বেড়েছে ১৫২টির এবং অপরিবর্তিত থাকে বাকি ৩০টির।
দিন শেষে ডিএসইএক্স সূচক ৩১ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে সাত হাজার ৯১ দশমিক ৮১ পয়েন্টে পৌঁছায়। আর ডিএসইএস সূচক ৩ দশমিক ৮১ পয়েন্ট কমলেও ডিএস৩০ সূচক ১১ দশমিক ৬৫ পয়েন্ট বৃদ্ধি পায়। এ দুই সূচক অবস্থান করে এক হাজার ৪৮০ দশমিক ৩২ ও দুই হাজার ৬৯৪ দশমিক ৯৪ পয়েন্টে।
লেনদেন হয় এক হাজার ৪৬১ কোটি তিন লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ৫০৭ কোটি দুই লাখ টাকার। বৃহস্পতিবার শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে লেনদেনে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে বেক্সিমকো ও দর বৃদ্ধিতে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শীর্ষে থাকে। লেনদেন হয় ১৫৫ কোটি ২ লাখ টাকার শেয়ার, দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৮৭ শতাংশ।
এমকে