বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫ করোনা রোগী মারা গেছেন। আর নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৯৮ জনের। পাঁচ দশমিক ৫৮ শতাংশ নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে। পাশাপাশি মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন আট হাজার ৭২ জন। বুধবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ১ হাজার ২৯৮ জনের। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৯৯৫ জন, সুস্থ হয়েছেন ১৭ লাখ ৭৯ হাজার ৬৮৭ জন। শনাক্তের হার ১৪ দশমিক ৫৯। নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৩২ লাখ ৮৩ হাজার ৭৮৫টি।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহিত হয়েছে ২৩ হাজার ৯২টি, পরীক্ষা হয়েছে ২৩ হাজার ২৭৪টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ জন আর নারী ১ জন। সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। সরকারি হাসপাতালে চার জন আর বেসরকারি হাসপাতালে বাকি এক জন মারা গেছেন, তাদের সবাই চিকিৎসাধীন ছিলেন।
এমকে