বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শুধু রাজনীতি থেকেই নয়, জীবন থেকেও সরিয়ে দেয়ার (জীবননাশ) পরিকল্পনা সরকারের বলে মনে করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সরকার চাইলেই তাকে মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ দিতে পারে। কিন্তু এ জন্যই তারা সেটা করবে না।
শুক্রবার ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এমন মন্তব্য করেন। রাজধানী ঢাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ সভা হয়। সভায় খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে আইনমন্ত্রীর বক্তব্যকে ডাহা মিথ্যা দাবি করেন। খালেদার রাজনীতি প্রসঙ্গে জানান, তিনি উড়ে এসে জুড়ে বসেননি। জনগণের সরকার প্রতিষ্ঠায় নয় বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন জনগণকে সঙ্গে নিয়ে। এখনো কারাগারে রয়েছেন গণতন্ত্রের জন্য। রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিশোধ এবং অহংকার-দাম্ভিকতার কারণে তাকে কারাগারে রাখা হয়েছে। খালেদা জিয়া বাইরে থাকলে জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতেন- এটা সরকারও জানে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। আরো বক্তব্য দেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাগপা একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান, এলডিপি একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ।
এমকে