সচেতন হওয়ার আহবান প্রধানমন্ত্রীর

১৯ নভেম্বর ২০২১

দেশে ব্যাপক উন্নয়নের পরও দেশে-বিদেশে অপপ্রচারে লিপ্তদের বিরুদ্ধে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি  শেখ হাসিনা। বলেছেন, এ অপ্রচারের জবাব দিতে হবে। শুক্রবার রাজধানী ঢাকায় গণভবনে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সভাপতিত্বকালে দেয়া প্রারম্ভিক ভাষণে দলের নেতাকর্মীদের প্রতি এ আহবান জানান।  

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, তার সরকার  জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। উন্নয়নের ছোঁয়া গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে। সব শ্রেণি-পেশার মানুষ উন্নয়নের ছোঁয়া পেয়েছে। বাংলাদেশ এখন বিশ্বে মযাদাপূর্ণ অবস্থানে পৌঁছে গেছে। 

বিএনপিকে ভোট দেয়ার বিষয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগ প্রধান বলেন, পলাতক আসামি যে দল চালায়, তাদেরকে কী আশায় জনগণ ভোট দেবে? এরা দেশের গরিবের টাকা লুটে নিয়ে বিদেশে পাচার করেছে, বিদেশে আরাম আয়েশে আছে। তাদের আয়ের উৎস কী? যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে; এতিমের টাকা আত্মসাৎ করায় সাজাপ্রাপ্ত হয়েছে; তাদের জন্যই দেশের সুবিধাভোগী স্বার্থান্বেষী একটি মহল  মায়াকান্না করছে-যোগ করেন প্রধানমন্ত্রী।

এমকে


মন্তব্য
জেলার খবর