চাঙা হচ্ছে পুঁজিবাজার

২০ নভেম্বর ২০২১

আবারো চাঙা হতে শুরু করছে দেশের পুঁজিবাজার। শেয়ারের বিপরীতে ঋণ পাওয়ার ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নেয়ায় বিনিয়োগে আগ্রহ বাড়ছে সাধারণ বিনিয়োগকারীদের। এ সিদ্ধান্তের পর গত সপ্তাহে মূলধন বেড়েছে সাড়ে চার হাজার কোটির বেশি টাকা। উত্থান হয়েছে ব্যাংক খাতের। গেল সোমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সিদ্ধান্ত নেয়।

সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে  মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ৪০-এর কম থাকা শেয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ ৮০ শতাংশ ঋণ সুবিধা পাবেন বিনিয়োগকারীরা। এ ঋণের সঙ্গে মূল্যসূচকের কোনো সম্পর্ক নেই, আছে শুধু পিই রেশিও’র। আগে পিইও’র পাশাপাশি সূচকও সম্পৃক্ত ছিল। পিই রেশিও ৪০ বা তার বেশি থাকা শেয়ার ঋণের অযোগ্য বিবেচিত হতো। প্রধান সূচক ডিএসইএক্স সর্বোচ্চ ৮ হাজারে না পৌঁছানো পর্যন্ত সর্বোচ্চ হারে ঋণ সুবিধা দেয়ার বিধান ছিল।  

তথ্য বলছে, কিছুটা ঊর্ধ্বমুখীতার মধ্য দিয়েই গত সপ্তাহ শেষ করেছে প্রধান পুঁজিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বাজার মূলধন বৃদ্ধির পাশাপাশি বেড়েছে তিন সূচকের সবগুলোর পয়েন্ট। বেড়েছে লেনদেনের পরিমাণ। বাজার মূলধন দাঁড়িয়েছে পাঁচ লাখ ৬১ হাজার ৭৮ কোটি টাকায়। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল পাঁচ লাখ ৫৬ হাজার ৪৭০ কোটি টাকা। তবে হতাশার খবর ছিল- এ সপ্তাহে শেয়ার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটদর বৃদ্ধির তুলনায় কমেছেই বেশি। মোটের মধ্যে দাম বেড়েছে ১৭৩টির, কমেছে ১৯১টির আর অপরিবর্তিত থাকে ১৬টির।  আগের সপ্তাহের চেয়ে ডিএসইএক্স ৯৫ দশমিক ৮৯ পয়েন্ট, ডিএসই সূচক দুই দশমিক ৭৫ পয়েন্ট আর ডিএসই-৩০ সূচক ১৩ দশমিক ৯৮ পয়েন্ট বেড়েছে এ সপ্তাহে। প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে এক হাজার ৩৯৮ কোটি ৫২ লাখ টাকা। আগের সপ্তাহে হতো এক হাজার ১৭৯ কোটি ৬৯ লাখ টাকা। গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে ছয় হাজার ৯৯২ কোটি ৬১ লাখ টাকা। তার আগের সপ্তাহে এর পরিমাণ ছিল পাঁচ হাজার ৮৯৮ কোটি ৪৭ লাখ টাকা।

এমকে

 


মন্তব্য
জেলার খবর