মন্তব্য
ধুঁকলেও করোনা রোগীদের কেউ গত ২৪ ঘণ্টায় মারা যায়নি দেশে। তবে এ সময়ে পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৭৮ জনের নমুনায়। পাশাপাশি করোনামুক্ত হয়েছেন ১৯০ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৪৬ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৬ জন। এক কোটি ৭ লাখ ৬ হাজার ৬৬২ টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৭০।
গত ২৪ ঘণ্টায় ১ দশমিক ১৮ শতাংশ নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নমুনা সংগৃহিত হয়েছে ১৪ হাজার ৮৯১টি, অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা হয়েছে ১৫ হাজার ১০৭টি।
এমকে