তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ বাকী থাকতেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ৮ উইকেটের বিশাল জয় তুলে নেয় অতিথিরা। ফলে সিরিজে ২-০ এগিয়ে গেল তারা।
মিরপুরে আজ টস ভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। প্রথমে ব্যাট করার সুবিধা কাজে লাগাতে পারেনি তারা। পাকিস্তানের মতো শক্তিশালী দলের সামনে ১০৯ রানের ছোট লক্ষ্য ছুড়ে দেয় মাহমুদুল্লাহ বাহিনী। সর্বোচ্চ ৪০ রান এসেছে নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। দলের স্কোরকে চ্যালেঞ্জিং করার জন্য আর কেউ নিজেকে মেলে ধরতে পারেননি।
ব্যর্থ হয়েছে বাংলাদেশের ওপেনিং জুটি। নাঈম হাসান বিদায় নেন ২ রানে। কোনো রানই করতে পারেননি আরেক ওপেনার সাইফ হাসান। শাহিন শাহ আফ্রিদির বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে বিদায় নেন তিনি। আর মোহাম্মদ অসিমের বলে স্লিপে থাকা ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন নাঈম।
দলের এমন অবস্থায় হাল ধরেন শান্ত তিনি ব্যাটের এক প্রান্ত আগলে রাখলেও অপর প্রান্ত ছিল আসা-যাওয়ার মিছিলে। তবে আশা জাগিয়েছিলেন আফিফ হোসেন। কিন্তু উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে তিনি বিদায় নেন। এরআগে ২১ বলে ২০ রান করেন তিনি। মাহমুদুল্লাহ ১২, নুরুল হাসান ১১, মেহেদী হাসান, আমিনুল ইসলাম ৮ ও তাসকিন আহমেদ ৮ রান করেন।
লক্ষ্য তাড়া করতে নেমে বেশি বেগ পেতে হয়নি সফরকারীদের। ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়। মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের ব্যাটে সহজ জয় পায় পাকিস্তান। ৩৯ রান করেন রিজওয়ান। ৫৭ রান করেন ফখর জামান। শেষ দিকে হায়দার আলী করেন ৬ রান।
স্কোরকার্ড :
বাংলাদেশ : ২০ ওভারে ১০৮/৭
নাঈম ২, সাইফ ০, শান্ত ৪০, আফিফ ২০, মাহমুদউল্লাহ ১২, নুরুল ১১, মেহেদী ৩, আমিনুল ৮, তাসকিন ২।
শাদাব ৪-০-২২-২, আফ্রিদি ৪-০-১৫-২, ওয়াসিম ৩-০-৯-১, রউফ ৩-০-১৩-১, মালিক ২-০-১৬-২, নেওয়াজ ৪-০-২৫-১।
পাকিস্তান : ১৮.১ ওভারে ১০৯/২
বাবর ১, রিজওয়ান ৩৯, ফখর ৫৭, হায়দার ৬।
মেহেদী ৪-০-২৩-০, তাসকিন ৪-০-২২-০, মুস্তাফিজ ২.১-০-১২-১,আমিনুল ৪-০-৩০-১, শরিফুল ১.৫-০-১০-০।
ফল : ৮ উইকেটে জয়ী পাকিস্তান।
সিরিজ : ২-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান
আরআই