রাজধানী ঢাকায় ইউটিলিটি সার্ভিস, রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র, খেলার মাঠ ও বিনোদন কেন্দ্রসহ নাগরিকদের অন্যান্য সুবিধা নিশ্চিত করেই কেবল সুউচ্চ ভবন নির্মাণ করা যাবে বলে জানিয়েছেন ড্যাপ রিভিউ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহবায়ক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। বলেছেন, ঢাকাকে আর কোনোভাবেই অপরিকল্পিতভাবে গড়ে তুলতে দেয়া হবে না।
শনিবার খসড়া বিশদ অঞ্চল পরিকল্পনা-ড্যাপ (২০১৬-২০৩৫) চূড়ান্তকরণের লক্ষ্যে জাতীয় সেমিনারে এসব কথা বলেন। রাজধানী ঢাকার হোটেল সোনারগাঁওয়ে এ সেমিনারের আয়োজন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
ড্যাপের আহবায়ক জানান, পাঁচ-সাত কাঠা জমির ওপর থাকা উঁচু ভবন এবং অসামঞ্জস্যপূর্ণ উঁচু ভবনের বিষয়টি রিভিউ করা হবে। এ পরিমাণ জায়গায় কতটুকু উঁচু ভবন করা যায়, সেটা আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। তিনি আরো জানান- আর্থ-সামাজিক, শ্রেণি-পেশার মানুষের প্রয়োজন, জীবনযাত্রার উন্নয়ন ও মৌলিক বিষয়গুলো ড্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিকল্পনা তৈরির সময় জাতীয় ও আন্তর্জাতিক উচ্চপর্যায়ের নীতিমালার পরিকল্পনাগুলো বিবেচনায় নেয়া হয়েছে। আধুনিক, দৃষ্টিনন্দন, বসবাসযোগ্যের পাশাপাশি পরিবেশবান্ধব নগর তৈরির লক্ষ্যে পরিকল্পনায় অনেকগুলো ইকো পার্ক, খেলার মাঠ, বিনোদন কেন্দ্র এবং রিং রোডের প্রস্তাব রাখা হয়েছে- যোগ করেন ড্যাপের আহবায়ক।
এ সময় পরিকল্পনা এবং বাস্তবায়ন দুটোকেই চ্যালেঞ্জিং কাজ উল্লেখ করেন মন্ত্রী তাজুল। মনে করেন, সবার হাতকে একত্র করতে পারলে সব চ্যালেঞ্জের মোকাবিলা করা সম্ভব। সেমিনারে আরো বক্তব্য দেন- গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, গৃহায়ন ও গণপূর্ত সচিব শহীদ উল্লা খন্দকার, রাজউক চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নূরী প্রমুখ।
এমকে