ম্যাচের ১৩তম ওভার শেষ। ১৪তম ওভারে বল করার প্রস্তুতি নেয়া হচ্ছে। বল করবেন মোস্তাফিজুর রহমান। কিন্তু এমন সময় ঘটল অদ্ভুত ঘটনা। গ্যালারির লোহার উঁচু দেয়াল পেরিয়ে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। লুটিয়ে পড়েন মোস্তাফিজের পায়ে। ছুঁতে চেষ্টা করেন তার পা। কিন্তু সরে যান ফিজ। শনিবার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ চলাকালে ঘটে এমন ঘটনা।
এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন মাঠকর্মীরা। তাই তাকে চোখে চোখে রাখছিলেন। কিন্তু সবার চোখ ফাঁকি দিয়ে মাঠে ঢুকে পড়লেন। প্রিয় খেলোয়াড়কে লক্ষ করে দিলেন ভোদৌঁড়। তাকালেন না কারো দিকে। তাকে অনুসরণ করে মাঠকর্মীরাও ছুটলেন। কিন্তু তার নাগাল পেল না কেউ। ছুটে গিয়ে বোলিং প্রান্তে মোস্তাফিজের পায়ের সামনে লুটিয়ে পড়েন। মাটিতে বসে মুস্তাফিজুর রহমানের পা ছোঁয়ার চেষ্টা করেন। তবে জৈব সুরক্ষিত বলয়ে থাকা মুস্তাফিজ হালকা দূরে সরে যান।
এরপর ওই দর্শককে মাঠের বাইরে নিয়ে যান নিরাপত্তা কর্মীরা। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য মিরপুর মডেল থানায় নেওয়া হয়। দেশের প্রচলিত আইনে তার সাজা হবে বলে জানা গেছে। ঘটনার পর এক বল করতে পারেন মুস্তাফিজ। এরপর মুস্তাফিজকেও মাঠ ছেড়ে চলে যেতে হয় ড্রেসিংরুমে। তার বদলে বাকি সময় ফিল্ডিংয়ে করেন শামীম হোসেন।
এ ম্যাচে মোট ২.১ ওভারে বল করতে পেরেছেন মুস্তাফিজ। এই সময়ে ১২ রান দিয়ে বাবর আজমের উইকেট তুলে নেন কাটার মাস্টার। ম্যাচটিতে পাকিস্তানের কাছে বাংলাদেশ হেরেছে ৮ উইকেটে।
করোনা সংক্রমণ থেকে বাঁচতে গ্যালারিতে বসে খেলা দেখায় ছিল নিষেধাজ্ঞা। দীর্ঘ দিন বিরতির পর মাঠে ফিরেছে দর্শক। দর্শকভরা মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ-পাকিস্তান। দীর্ঘ দিন পর সরাসরি প্রিয় ক্রিকেটারের খেলা দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন ভক্তরা। তারই বহিঃপ্রকাশ ঘটেছে এমন ঘটনায়।
আরআই