বিয়ের কোনো পরিকল্পনা নেই : প্রভা

২০ নভেম্বর ২০২১

বাগদানের খবরের ব্যাপারে সাদিয়া জাহান প্রভা বলেছেন, এগুলো পুরোপুরি ভুয়া খবর। আমার সঙ্গে কথা না বলেই নিউজ করে দিয়েছে। যে আংটিকে বাগদানের বলা হচ্ছে সেটি আমার খালার। উনার গহনার বক্স থেকে আমি এটা নিয়ে এসেছি।

প্রভা আরও বলেন, আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই। যদি ভবিষ্যতে করি তাহলে অবশ্যই সাংবাদিকদের জানাব না। আপাতত কোনো রকম প্রেম, ভালোবাসা আমার মধ্যে বিরাজ করছে না। আমি আসলে আমার বাবা-মাকে নিয়েই ভালো আছি। আলহামদুলিল্লাহ।


মন্তব্য
জেলার খবর