চার গরুসহ ট্রাকচালককে পুলিশে দিলেন এলাকাবাসী

২৩ ফেব্রুয়ারী ২০২২

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের রামপালে ট্রাকে তাবু দিয়ে ঢেকে চারটি গরু নিয়ে যাওয়ার সময় ট্রাকসহ চালককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। আর ট্রাকটির গতিরোধ করার আগে ট্রাক থেকে ছোড়া ইটের আঘাতে স্থানীয় এক ব্যক্তি গুরুত্বর আহত হয়েছেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫ টার দিকে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের সোনাকুড় গ্রামে এ ঘটনা ঘটে। আটক চালক হচ্ছে- বরিশালের আ. জব্বারের ছেলে জাকির হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় সোনাকুড় গ্রামে তাবু দিয়ে ঢাকা একটি মিনি ট্রাক প্রবেশ করে ৷ এতে এলাকাবাসীর সন্দেহ হয়, তারা চালককে ট্রাকটি থামাতে সিগন্যাল দেয়। এ সময় চলন্ত ট্রাক থেকে ইট ছোড়া হয়, সেই সঙ্গে বেপরোয়া গতিতে চলতে থাকে। পরে এলাকার লোকজন বেরিকেড দিয়ে ট্রাকটির গতিরোধ করে। এ সময় ট্রাকে তারা চারটি গরু মুখ ও পা বাধা অবস্থায় দেখতে পায়৷ এ সময় গরুগুলো উদ্ধার করে ও ট্রাকচালককে আটক করে পুলিশে খবর দেয়।

আটক জাকির জানায়, তার সাথে আরো কয়েকজন ছিল। তারা পালিয়ে গেছে ৷ সে আদাঘাট গ্রামের গরু ব্যাপারি আসাবুরের বাড়িতে গরু রাখতে এসেছিল ৷ এর আগেও সে বেশ কয়েকবার ওই বাড়িতে চোরাই গরু রেখে বিক্রয় করেছে ৷ রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দিন জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে ৷ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ৷

অমিত পাল/এমকে


মন্তব্য
জেলার খবর