সরকার পতনের আন্দোলনে যাবে বিএনপি

২০ নভেম্বর ২০২১

দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে  যাওয়ার সুযোগ না দিলে সরকার পতনে গণআন্দোলন শুরু করবে বিএনপি। তাঁর মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার দাবিতে গণঅনশন কর্মসূচিতে সভাপতির বক্তৃতায় এ হুঁশিয়ারি দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পূর্বঘোষিত এ কর্মসূচি রাজধানী ঢাকায় শনিবার সকাল  ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত  পালন করে তারা।  

কর্মসূচিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের জামায়াত, কল্যাণ পার্টি, জাতীয় ঐক্যফ্রন্টের নাগরিক ঐক্য, জেএসডিসহ  সরকারবিরোধী কয়েকটি দলের নেতারাও সংহতি প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার উল্লাহ চৌধুরী  মির্জা ফখরুলকে পানি পান করিয়ে অনশন ভাঙান।

সরকারের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা না করলে গণ–আন্দোলন শুরু হলো। এ আন্দোলনের মধ্য দিয়ে  পতন হবে আপনাদের। খালেদা জিয়ার সঙ্গে এ দেশের মাটি ও মানুষের সম্পর্ক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তিনি দেশের একটি অবিচ্ছেদ্য অংশ। তাঁর জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছেন তারা।

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে বলেন বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে তার চিকিৎসা দেয়া অসম্ভব। তার স্বাস্থ্যগত জটিলতাগুলো বিদেশে আরো অ্যাডভান্স সেন্টারে ট্রিটমেন্ট দেয়া না হলে সুস্থ করা যাবে না তাকে। বিদেশ পাঠানো সংক্রান্ত আইনি প্রসঙ্গে তিনি জানান, ৪০১ ধারায় সরকারের সম্পূর্ণ অধিকার আছে। এটা সরকারেরই দায়িত্ব। যে কোনো নির্দেশে খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করতে পারে। এ কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তাদের হাজার হাজার কর্মী-সমর্থক অংশ নেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর