মন্তব্য
পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও টালিউড নায়িকা মিমি চক্রবর্তীর মন খুব খারাপ। কারণ সাধের আইফোন থেকে সাত হাজার ছবি আর পাঁচশ ভিডিও মুছে গেছে।
টুইটারে লিখেছেন, সাত হাজার ছবি, ৫০০ ভিডিও মুছে গেছে। সব হারিয়ে গেল। আমি কী করব বুঝতে পারছি না! আস্তে কাঁদব, নাকি চিৎকার করে কাঁদব? পুনরুদ্ধারের সব রকম চেষ্টা করে দেখেছি। কোনো সাহায্য পাইনি।
মিমি জানিয়েছেন, এমন অনেকে আছে, যাদের ছবি শুধুমাত্র ওই ফোনেই রাখা ছিল। তাদের অনেকেই এখন আর পৃথিবীতে নেই। ওইটুকুই ছিল স্মৃতি হিসেবে।