বিশ্ব পুরুষ দিবসে টালিডউ অভিনেত্রী শ্রীলেখা মিত্র জানিয়েছেন তিনি পুরুষ বিদ্বেষী নন। তিনি বলেন, ৩৬৪ দিনই তো পুরুষ ‘দি’ বস! মাত্র একটি দিন নারীদের জন্য। কেবল ওই দিনটাই নারী ‘দি’ বস। আমার পুরুষ বিদ্বেষ নেই। নারীবাদীও নই। তাই নারী-পুরুষ ভেদাভেদে একেবারেই বিশ্বাসী নই।
শ্রীলেখা বলেন, লিঙ্গভেদের ঊর্ধ্বে যে দিন সমাজ উঠতে পারবে, সে দিন সকলের একটাই পরিচিতি হবে। আমরা মানুষ। আমি সে দিন খুব খুশি হব। সে দিন থেকে আর এমন বিশেষ দিবস পালনের প্রয়োজনও পড়বে না।
টালিউডের এ জনপ্রিয় অভিনেত্রী বলেন, আমরা এখনো পুরুষতান্ত্রিক সমাজের বাসিন্দা। এই ধরনের সমাজের ছত্রছায়ায় বেড়ে ওঠার কুফল কী জানেন? পুরুষের দৃষ্টিভঙ্গি দিয়ে একজন নারী আর একজন নারীকে বিচার করে থাকেন। কটাক্ষ করেন পোশাক নিয়ে, আচার ব্যবহার নিয়ে, বয়স নিয়ে। তারা বুঝতেও পারেন না যে, আসলে তারাও প্রকারান্তরে পুরুষতন্ত্রের শিকার। পুরুষদের মতো করে নিজেরই সমলিঙ্গকে দেখছেন। অবচেতনে সমর্থন করছেন পুরুষতন্ত্রের চিন্তাভাবনাকে।
আনন্দাবাজার পত্রিকা