ওয়ান টাইম থালা-কাপ-ছুরি-চামচ নিষিদ্ধ!

২১ নভেম্বর ২০২১

একবার ব্যবহারের (ওয়ান টাইম) প্লাস্টিক তৈজসপত্র যেমন প্লেট, ছুরি-চামচ এবং পলিস্টাইরিন কাপ নিষিদ্ধ করতে যাচ্ছে ইংল্যান্ড। 

প্লাস্টিক দূষণের জোয়ার বন্ধ করতে এবং প্লাস্টিককে পরিবেশ থেকে দূরে রাখতে সমস্যাযুক্ত এবং অপ্রয়োজনীয় ওয়ান টাইম প্লাস্টিক নির্মূল করা অপরিহার্য।

প্লাস্টিক পরিবেশ এবং বিশেষ করে সামুদ্রিক জীবনের যে ক্ষতি করে তা অনস্বীকার্য। 

দ্য গার্ডিয়ান 


মন্তব্য
জেলার খবর