ভাবিনি একদিন একা হয়ে যাব : রচনা

২১ নভেম্বর ২০২১

সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক দিন আগে হারানো নিজের বাবার ছবি পোস্ট করে কলকাতার জনপ্রিয় নায়িকা রচনা ব্যানার্জি লেখেন, ‘আমার বাপি...ভাবিনি একদিন একা হয়ে যাব।

ভাবিনি তুমি চলে যাবে। এখনো অনেকগুলো বছর তোমাকে ছাড়া কাটাতে হবে। তোমার আশীর্বাদ আমাদের সঙ্গে আছে, আমি জানি।

থাকবে.... থাকতে হবে। তুমি ভালো থেকো বাপি।’


মন্তব্য
জেলার খবর